প্রকাশিত/প্রকাশিতব্য তথ্যের তালিকাঃ
স্ব-প্রণোদিত তথ্যের তালিকা: ১) বস্ত্র অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোর বিবরণ; ২) বস্ত্র অধিদপ্তরের কার্যক্রম (এলোকেশন অব বিজনেস) ৩) বস্ত্র অধিদপ্তরের কার্যবন্টন ৫) বস্ত্র অধিদপ্তরের বিদ্যমান আইন, বিধিমালা, প্রবিধানমালা, নীতিমালা, প্রজ্ঞাপন, নির্দেশনা; ৬) বস্ত্র অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন; ৭) বস্ত্র অধিদপ্তরের বাজেট ও বাজেট প্রক্ষেপন (অনন্নয়ন ও উন্নয়ন); ৮) নাগরিক সনদ; ১১) বিভিন্ন দেশের সাথে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত তালিকা; ১২) বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্পের তালিকা, প্রস্তাবিত খরচ, প্রকৃত ব্যয়ের বিবরণসহ সংক্ষিপ্ত বিবরণী; ১৩) তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৭ ধারার বিধান সাপেক্ষে সামাজিক নিরাপত্তা, দারিদ্র বিমোচন কর্মসূচি সংক্রান্ত তথ্য; ১৪) সকল বিজ্ঞপ্তি; ১৫) বস্ত্র অধিদপ্তরের সভা সংক্রান্ত; |
চাহিবামাত্র প্রদানে বাধ্য তথ্যের তালিকা: ১) বৈদেশিক প্রশিক্ষণ/বিদেশ ভ্রমন সংক্রান্ত তথ্য; ২) বস্ত্র অধিদপ্তরের প্রকল্প সংক্রান্ত তথ্য; ৩) অধিদপ্তরের উল্লেখযোগ্য ক্রয় সংক্রান্ত সাধারণ তথ্য; ৪) অধিদপ্তরের বার্ষিক অডিট আপত্তি ও নিষ্পত্তি সংক্রান্ত তথ্য; ৫) অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পন (Delegation of Authority) সংক্রান্ত তথ্য;
|
সে সমস্ত তথ্য প্রদান করা বাধ্যতামূলক নয়: ১) তথ্য অধিকার আইন-২০০৯ এর ৭ ধারায় উল্লেখিত তথ্য; ২) বস্ত্র অধিদপ্তর সংক্রান্ত মন্ত্রীপরিষদের গোপনীয় সিদ্ধান্ত/নির্দেশনা/অনুশাসন; ৩) বস্ত্র অধিদপ্তর সংক্রান্ত প্রধানমন্ত্রীর গোপনীয় সিদ্ধান্ত/নির্দেশনা/অনুশাসন; ৪) রাষ্ট্রপতি প্রদত্ত গোপনীয় সিদ্ধান্ত/নির্দেশনা/অনুশাসন; ৫) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব/মন্ত্রী কর্তৃক প্রদত্ত গোপনীয় বিষয় সংক্রান্ত তথ্য; ৬) রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যে নিয়োজিত সংস্থা বা প্রতিষ্ঠা ন কর্তৃক প্রদত্ত প্রতিবেদন; ৭) সরকারিভাবে গোপনীয় হিসেবে ঘোষিত/স্বীকৃত তথ্য; |